অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট নিরসণে নরওয়েতে আলোচনা


ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট নিরসণে সরকার ও বিরোধী দলের একটি ডেলিগেশন নরওয়ে পৌঁছেছেন আলচনার জন্যে। নরওয়ের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনা শিঘ্রই শুরু হচ্ছে তাদের মধ্যস্থতায়।

ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট নিরসণে সরকার ও বিরোধী দলের একটি ডেলিগেশন নরওয়ে পৌঁছেছেন আলচনার জন্যে। নরওয়ের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনা শিঘ্রই শুরু হচ্ছে তাদের মধ্যস্থতায়।

ভেনিজুয়েলার বিরোধিদলীয় নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন বছরের শুরু থেকে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতায় থাকা সংসদে যারা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রতারনামূলক নির্বাচনের মাধ্যমে বিজয় লাভ করার অভিযোগ তোলেন।

গুয়াইডোকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ প্রায় ৫০টি দেশ। তবে দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মাদুরোকে হঠানো সম্ভব হয়নি।

এ মাসের শুরুর দিকে এই সংকট নিরসনে দুই পক্ষের নেতারা নরওয়েতে একবার আলোচনা করেন তবে তা সফল না হওয়ায় আবারো সংলাপ হচ্ছে।

XS
SM
MD
LG