অ্যাকসেসিবিলিটি লিংক

মানুষের শরীরের ভেতরে কি আছে সে বিষয়ে নতুন আবিস্কার


মানুষের শরীরের ভেতরে কি আছে, মানুষ কিভাবে গঠিত হয়, কি কারনে মানুষ অসুস্থ হয়, স্বাস্থ্যবান থাকে এসব নিয়ে নিরন্তর বৈজ্ঞানিক গবেষণায় নতুন কিছু আবিস্কার এসেছে সম্প্রতি।

বিজ্ঞাণীরা বলছেন শরীরের অর্ধেকেরও কম কোষ মানুষের জন্য কার্যকর। বাকীগুলো মাইক্রোঅর্গানিজম বা অনুজীব যা শরীরের ক্ষতি করে, মানুষের মুডের ওপর প্রভাব ফেলে। আর সেসব ক্ষেত্রে ওষুধ কোনো কোনো মানুষকে সহায়তা করে।

University of California San Diego Center for Microbiome Innovation এর পরিচালক রব নাইট বলেন, “আমাদের ৩০ ট্রিলিয়ন বা ৩০ লক্ষ কোটি মানব কোষের গড়ে ৩৯ ট্রিলিয়ন বা ৩৯ লক্ষ কোটি মাইক্রোবিয়াল সেল বা রোগজীবানুর কোষ আছে। সেই বিবেচনায় আমরা ৪৩ শতাংশই মাত্র মানুষ; বাকীটা রোগের উৎসাহদাতা”।

XS
SM
MD
LG