অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়া থেকে ইরাকে প্রবেশ করেছে


A convoy of U.S. vehicles is seen after withdrawing from northern Syria, on the outskirts of Dohuk, Iraq, October 21, 2019. REUTERS/Ari Jalal
A convoy of U.S. vehicles is seen after withdrawing from northern Syria, on the outskirts of Dohuk, Iraq, October 21, 2019. REUTERS/Ari Jalal

যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়া থেকে ইরাকে প্রবেশ করেছে।

সোমবার একটি কনভয় ইরাকে প্রবেশ করে এবং এরবিলের উদ্দেশ্যে যাত্রা করে। কনভয়টি যখন ইরাকী কুর্দিস্তান অঞ্চলের দুহকের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ক্ষুব্ধ বাসিন্দারা কনভয়কে লক্ষ্য করে পচা আলু ছোড়ে।

রবিবার সিরিয়ার উত্তরাঞ্চলের সব চাইতে বড় ঘাঁটি থেকে সেনারা প্রত্যাহার করে। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন সকল আমেরিকান সেনা যারা সিরিয়া ত্যাগ করছে তাদেরকে ইরাকের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে এবং তারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযান চালাতে পারবে।

এসপার বলেন ৭০০বেশী আমেরিকান সেনাকে ইরাকে স্থানান্তরিত করা হবে। সেনাদের দেশে ফেরত পাঠানো হবে না, আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেমন টুইট করে বলেছিলেন।

XS
SM
MD
LG