অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ওয়াশিংটনের নেইঃ চাক হগেল



যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হগেল বলেন, ফিলিপাইনে সামরিক উপস্থিতি সম্প্রসারণের বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে তবে সেখানে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

এশিয়ায় সপ্তাহব্যাপী সফরের শেষ যাত্রা বিরতী ম্যানিলায়, ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকুইনোর সংগে আলোচনার পর শুক্রবার পেন্টাগন প্রধান এই মন্তব্য করেন।

তিনি বলেন, তাঁর ভাষায় “যুক্তরাষ্ট্র ফিলিপাইনে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে না কারন সেটা তাহ’ল হ’ত--- সেকেলে ঠান্ডা লড়াইএর যুগে ফিরে যাওয়া। আমরা নতুন একটি মডেল ব্যবহার করছি যা দুইদেশের সমরিক সহযোগিতার ক্ষেতে মানানসই যথাযোগ্য মৈত্রী এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ছে।


প্রতিরক্ষা মন্ত্রী হগেল বলেন দু’পক্ষই চুক্তিটি সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছেন, এই চুক্তির ফলে ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের আর সেনা, জাহাজ, এবং বিমান চলাচলের অনুমতি পাবে।
XS
SM
MD
LG