অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনের গার্ল সামিট নিয়ে লন্ডন প্রবাসী সাংবাদিক-সাহিত্যিক শামীম আযাদের সাক্ষাত্কার


লন্ডনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গার্ল সামিট।বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছেন যোগ দিতে। এ সামিটের আলোচনা হবে মূলত: দু’টি বিষয়কে কেন্দ্র করে- FGM বা ফিমেল জেনিটাল মিউটিলেশান বা নারী যৌনাঙ্গ চ্ছেদন এবং বাল বিবাহ- বলপূর্বক অল্প বয়সি মেয়েদের বিয়ে সম্পাদন এবং সংশ্লিষ্ট নারী নির্যার্তন। প্রথমটা FGM বা ফিমেল জেনিটাল মিউটিলেশান নারী যৌনাঙ্গ চ্ছেদন মূলত: আফ্রিকার বা আরো বিশেষ করে উত্তরাঞ্চলবর্তি আফ্রিকার সমস্যা- কিন্তু দ্বিতিয়টি বাংলাদেশের- ভারত –পাকিস্তান উপমাহাদেশের সমস্যা। এ নিয়ে আমরা কথা বলি লন্ডন প্রবাসী এক সময়কার শিক্ষক-সাংবাদিক এবং বর্তমানের কবি-সাহিত্য গবেষক শামিম আযাদের সঙ্গে।ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

please wait
Embed

No media source currently available

0:00 0:05:35 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG