অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান গোয়ন্দা অফিসে তালিবান আক্রমণে ১২ জন নিহত


আফগান কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে একটি সরকারী কম্পাউন্ডে তালিবান আক্রমণে অন্তত ১২ জন নিহত এ ৮০জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে আক্রমণকারীরা ঘাজনি প্রদেশের আফগান গোয়েন্দা সংস্থার অফিসে অতর্কিত হামলা চালালে ৮ জন পুলিশসহ ১২ জন নিহত হয়।

অপরদিকে সন্ত্রাসীদের প্রতি আফগান নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলীতে ১৯ জন তালিবান নিহত হয়েছে বলে জানানো হয়।

XS
SM
MD
LG