অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও বৃটেন বলেছে রাশিয়াকে ইউক্রেনের পুর্বাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে


Kitambulisho cha Salah Abdeslam, rais wa Ubelgiji aliyehusika na mashmabulizi ya Paris.
Kitambulisho cha Salah Abdeslam, rais wa Ubelgiji aliyehusika na mashmabulizi ya Paris.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যাক্ত করেছেন।

দুই কুটনীতিক বুধবার ওয়াশিংটনে সাক্ষাৎ করেন। এক যুগ্ম সংবাদ সম্মেলনে তারা বলেন রাশিয়ার উচিত ইউক্রেনের পুর্বাঞ্চল থেকে অবিলম্বে সৈন্য প্রত্যাহার করা এবং ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের কোন ভাবে সাহায্য না করা।

কেরী ও হ্যামন্ড বলেছেন ইউক্রেনের সরকার এবং বিদ্রোহী নেতাদের মধ্যে ৫ই সেপ্টেম্বারে যে অস্ত্র বিরতী চুক্তি হয়, তার প্রতি রাশিয়াকে মর্যাদা দিতে হবে।

জাতিসংঘের মতে ওই চুক্তি সাক্ষরিত হওয়ার পর ইউক্রেনের পুর্বাঞ্চলে ৩৩১ জনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG