অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রিপোর্ট


প্রায় দু’ বছর যাবত বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত।বাংলাদেশি শ্রমিকদের অপরাধ প্রবনতায় জড়িয়ে যাওয়া এবং ওয়ার্লড এক্সপো টোয়েন্টি টোয়েন্টিতে রাশিয়াকে ভোট দেওয়ার কারণে আমিরাত কতৃপক্ষ অসন্তুষ্ট হয়ে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়-শুধু তাই নয় স্বাভাবিক ভিসা প্রদানও বন্ধ রয়েছে-এই পটভুমিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনরে সফরে দুবাই যাচ্ছেন –বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিযেছনে ঢাকা থেক মতিয়ুর রহমান চৌধুরী।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

গত সপ্তাহে থাইল্যান্ডের দু’টি স্থান থেকে এক শ’ আটশট্রি জন বাংলাদেশিকে উদ্ধার করেছে সে দেশের কতৃপক্ষ- এঁদেরকে ক্রীতদাস হিসেবে বিক্রির জন্যে নেওয়া হযেছিলো – বিষয়টি ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালযের অধ্যাপক- অভিবাসি বিশেষজ্ঞ ডক্টর তাসনীম সিদ্দিকী। আমাদের সংবাদদাতা আমির খসরু ডক্টর সিদ্দিকীর সঙ্গে কথা বলেন।

please wait
Embed

No media source currently available

0:00 0:02:44 0:00
সরাসরি লিংক

টেকসই শিক্ষা ব্যবস্থা ও গ্রামীন উন্নয়ণের লক্ষে,দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করার জন্য পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম ঢাকায় এক অনুষ্ঠানে- জানাচ্ছেন ঢাকা থেক জহুরুল আলম।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG