অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে ছয় সেনেট আসনের হাড্ডাহাড্ডি লড়াই


গোটা যুক্তরাষ্ট্র জুড়ে ভোটাররা আজ গুরুত্বপুর্ণ মেয়াদ মধ্যবর্তি নির্বাচনে ভোট দিচ্ছেন।এ নির্বাচন নির্ধারণ করতে চলেছে প্রেসিডেন্ট বারাক ওবামার চলতি দ্বিতীয় মেয়াদের বাদবাকি দূ’বছর সময় কংগ্রেসের নিয়ন্ত্রণ কি ডেমোক্র্যাটদের হাতে থাকবে না রইবে তা রেপাবলিকান দলের কব্জায়।

নির্বাচনে আজ ভোট হচ্ছে কংগ্রেসের প্রতিনিধী পরিষদের চার শ’ পঁয়ত্রিশ আসনের সব ক’টিতে এবং এক শ’ আসনের সেনেট সভার এক তৃতীয়াংসে। সবার দৃষ্টি এখন মূলত: সেনেট সভা আসনের ভোটপানেই- কেননা,ওখানেই – বিশ্লেষকদের অনেকেরই ধারণা, হয়তো রেপাবলিকানরাই ঐ ছ’টি আসনেই জিতে যেতে পারে, যার বদৌলতে তারা মি:ওবামার ডেমোক্র্যাটিক পার্টীর কব্জা থেকে সেনেটের কতৃত্ব ছিনিয়ে নিতে সক্ষম হবে।এই মুহুর্তে ৫৫ আসনের সংখ্যাগরিষ্ঠতায় সেনেট সভায় ডেমোক্র্যাটিক পার্টীরই প্রাধান্য রয়েছে – সংকীর্ণ ব্যবধানে।

প্রেসিডেন্ট ওবামার জন-অনুমোদন মাত্রা বা এ্যাপ্রুভাল রেটিং এখন যেহেতু ৪০ শতাংশ মাত্রায় গিয়ে ঠেকেছে- অতএব গত দু’বছর আগে পুন:নির্বাচনী ভোটে যে অনেক ক’টি রাজ্যে মি:ওবামা জিততে পারেন নি, সেগুলোতেই রেপাবলিকানদের সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল।এ নির্বাচনে ভোটারেরা ভোট মি:ওবামাকে দিচ্ছেন না – ভোট দিচ্ছেন তাঁরা তাঁর নিতিকৌশলের ওপর।এবং রেপাবলিকানরা তাঁদের বিরোধী পক্ষিয় প্রার্থীদেরকে মি:ওবামার সংশ্লিষ্টতার আশির্বাদ পুষ্ট প্রার্থীরুপেই চিহ্নিত করার প্রয়াস চালিয়েছেন।

XS
SM
MD
LG