মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জামাত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ডাদেশ স্থগিত রেখে তাঁকে আপীলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রতি- আমির খসরুরু রিপোর্ট।
উচ্চতর আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী কেন সংবিধানের পরিপন্থী ঘোষনা করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশ সরকারের প্রতি বাংলাদেশের হাই কোর্ট। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
Zia Orphanaga মামলায় BNP Chairperson Begum Khaleda Zia ঢাকার আলীয়া মাদ্রাসা জজ আদালতে হাজিরা দিয়েছনে। তবে,সুপ্রীম কোর্টে আপীলের আবেদন নিস্পত্তির অপেক্ষায় আছে জানিয়ে তাঁর পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মতিয়ুর রহমান চৌধুরী।
গ্রাহক বান্ধব ওয়েবসাইটের মাধ্যমে অভিবাসি ভিসা সংগ্রহ-ভিসা সাক্ষাত্কার-পরবর্তি কাগজপত্র জমা সংক্রান্ত নতুন ভিসা সেবা ব্যবস্থা চালুু করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস- জানাচ্ছেন মতিয়ুর রহমান চৌধুরী তাঁর আরেক রিপোর্টে।