যুক্তরাষ্ট্রের সঙ্গে TICFA চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ – জানাচ্ছেন ঢাকা থকে মতিয়ুর রহমান চৌধুরী ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে TICFA চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ – এ প্রসঙ্গেই ঢাকার গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র অতিরিক্ত গবেষনা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জাম ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতা আমির খসরুর সঙ্গে এক সাক্ষাত্কারে মন্তব্য করেছেন ভিন্ন দৃষ্টিভঙ্গির অবতারনা করে।ঐ সাক্ষাত্কার রিপোর্টে টিকফা চুক্তি নিয়ে বিস্তারিত পর্যালোচনা রয়েছে.
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার সকালে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ৬১৪ আরোহীসহ একটি ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। ট্রলারটি উপকূলে নিয়ে আসা হচ্ছে।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।
বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের নামের তালিকা বাংলাদেশকে দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা, এনআইএ। এনআইএ’র গোয়েন্দাদের একটি দল ঢাকায় এসেছেন।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।