অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্টারনেটের ওপর নজরদারী নিয়ে ফ্রিডাম হাউসের গবেষণা রিপোর্ট


ইন্টারনেটের ওপরকার নজরদারী বাড়ছে বিশ্বব্যাপী। দেশে দেশে ইন্টারনেট ব্যবহারের ওপর বাড়ছে সেন্সরশীপও।অনলাইনে কে কি করছেন,কার সঙ্গে কে, কি কথা বলছেন সেসব বিষয়ে নজরদারী বাড়ানোর পক্ষে নতুন নতুন আইন প্রণীত হচ্ছে। এ নিয়েই গবেষণা করে রিপোর্ট প্রকাশ করেছে ফ্রিডম হাউস আর তারই ভিত্তিতে ভয়েস অফ এ্যামেরিকার ডাগ বার্ণার্ড প্রণীত রিপোর্টের বঙ্গানুবাদ শোনাচ্ছেন সেলিম হোসেন:

please wait
Embed

No media source currently available

0:00 0:03:44 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG