সন্ত্রাস,যুদ্ধ-বিগ্রহ,রোগ-ব্যাধি,পরিবেশ বিপর্যয় ও দারিদ্রসহ মানবতা বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বানের মধ্যে দিয়ে ওয়াশিংটন ডিসি’র রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফার্র্স্টের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের দশম বর্ষপূর্তি অনুষ্ঠান।সংগঠনের নির্বাহী পরিচালক মুনুম নাইম ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওম্যান জ্যাকি স্পেয়ার্স সহ এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সাহয্যকর্মীরা। সেলিম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলনে এবং এই রিপোর্টটি তিনি প্রণয়ন করেন।