অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা গত বছর প্রচুর চ্যালেঞ্জের সম্মুখিন হয়েছেন- এ নিয়ে অরূ পান্ডের সাল তামামি রিপোর্ট


প্রেসিডেন্ট ওবামা গত বছর প্রচুর চ্যালেঞ্জের সম্মুখিন হয়েছেন। এবছর ২০১৫ সালে,তিনি কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হবেন।এভাবেই প্রেসিডেন্ট ওবামা তাঁর শাসনামলের শেষ দু’বছর শুরু করতে চলেছেন।

ভয়েস অফ এ্যামেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা,অরু পান্ডে তাঁর বিস্তারিত রিপোর্টে এরই বিবরণ তুলে ধরেছেন। রিপোর্টটি পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।

please wait
Embed

No media source currently available

0:00 0:04:06 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG