অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরী ইসলামাবাদে বলেছেন,সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই শেষ হয়নি এখনো


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন-পাকিস্তানের উত্তর পশ্চিমাংশে জঙ্গিদের বিরুদ্ধে দেশটির পরিচালিত অভিযান উল্লেখযোগ্য মাত্রায় ফলপ্রসূ হয়েছে- তবে, সেই একই সঙ্গে,তিনি সতর্ক করে দিয়ে এও বলেছেন যে,সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ লড়াই কিন্তু শেষ হয়নি এখনো।

ইসলামাবাদে কৌশলগত আলাপ-আলোচনা শেষে কেরী বলেন-পাকিস্তানী ও আফগানি তালেবোন,হাক্কানী নেটওয়ার্ক এবং লাশকারে তায়বোর মতো গোষ্ঠীগুলো কেবল পাকিস্তানের জন্যেই নয়-প্রতিবেশি দেশগুলো ও সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের জন্যেও হূমকি স্বরূপ।

বলেন- এই যে দেশগুলো, এদের সক্কলকেই নিশ্চিত করতে হবে, যে, আর যেন চরমপন্থীরা পাকিস্তান বা অন্য কোথায়ও আস্তানা গেড়ে বসতে না পারে।

পেশোয়ারের যে স্কুল হামলায় ১ শ’ ৩৪ শিক্ষার্থী বাচ্চা এবং ১৬ শিক্ষার্থী কর্মি প্রাণ হারায় তালেবান হামলায়, তারই এক মাসের কম সময়ে কেরীর এই পাকিস্তান সফর।পররাষ্ট্র দফতরের পদস্থ এক কর্তাব্যক্তি বলেছেন আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ঐ হামলায় আহতদেরকে দেখতে হাসপাতালে যাওয়ার মনস্থ করেছিলেন – কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারনে তা বাতিল করতে হয়।

XS
SM
MD
LG