অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান, ইয়েমেনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাচ্ছে


ইরান,কাল বিলম্ব না করে ইয়েমেনে অস্ত্রবিরতির আহ্বান জানাচ্ছে।হৌথি বিদ্রোহিরা সেখানে ভূখন্ড কব্জা করেছে-এবং প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসূর হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার সূত্রপাত ঘটিয়েছে।

আজ মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি বলেছেন- লড়াই বন্ধের প্রস্তাব,ইয়েমেনের পক্ষগুলোর মধ্যে আলোচনা এবং অন্তর্ভুক্তিমুলক একটি সরকার গঠনই দেশটির সংকট নিরসনের পথ।

চার সপ্তাহস্থায়ি বোমা অভিযান আজ মঙ্গলবারেও লাগাতার চলেছে-রাজধানী সানায়’ আরো হামলা হয়েছে – ইরান সমর্থিত হৌথিরা যেখানে কব্জা জমিয়ে রেখেছে সেই সেপ্টেম্বর থেকে।

সোমবার শহরটির কাছাকাছির এক ক্ষেপনাস্ত্র মজুদাগারে বিমান হামলা হলে যে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তাতে কমসে কম ২৫ জনের প্রাণ হানি হয়েছে- জখম হয়েছে শতাধিক মানুষ।

ইতিমধ্যে, ইয়েমেন অদূরবর্তি আরব সাগরবক্ষে অবস্থানরত এ্যামেরিকার অন্যান্য দশ রণপোতের সঙ্গে যোগ দিতে জঙ্গি বিমান বাহি যুদ্ধ জাহাজ USS Theodore Roosevelt রওনা হয়েছে। প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে আরব উপসাগরবর্তী সাগরবক্ষে নৌ চলাচল সূরক্ষিত রাখতেই এটা করা হচ্ছে।

XS
SM
MD
LG