অ্যাকসেসিবিলিটি লিংক

হৌথি বিদ্রোহিরা ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইযে, সামরিক ব্রিগেডের সদর কার্যালয় কব্জা করেছে


হৌথি বিদ্রোহিরা, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইযে,একটি সামরিক ব্রিগেডের সদর কার্যালয় কব্জা করে নিয়েছে।লড়াই ইতিমধ্যে ওখানে এবং দক্ষিনের বন্দর শহর আদেনে লাগাতার চলছে,নিরবচ্ছিন্নভাবে।

বিদ্রোহিরা,প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসূর হাদির সমর্থক বাহিনীর দখল থেকে ঐ ঘাঁটি ছিনিয়ে নেবার পর এলাকার ওপর বিমান হামলা হয়েছে।

হৌথি বিদ্রোহিদের অগ্রাভিযান আটকাতে পরিচালিত মাসব্যাপী বোমা হামলা খতম হওয়ার কথা সৌদি আরব ঘোষনা করলেও মঙ্গলবার এও বলেছে যে,বিদ্রোহিরা যাতে ইয়েমেনী সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে গৃহিত রাজনৈতিক ফয়সলায় মদত জোগানোর বিষয়টিতে দৃষ্টি নিবদ্ধ করা হতে পারে। সৌদি বয়ানে - ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের নেতৃত্বাধীনে শান্তি সংলাপ শুরুর ব্যাপারেও গুরুত্ব আরোপ করা হয়।

বোমা অভিযান বন্ধে সৌদি সরকার ও জোট শরিকদের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অন্তবর্তীকালীন প্রক্রিয়ায় ইয়েমেনের সকল পক্ষের আলোচনা দ্রূত আবার শুরু করাতেও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

XS
SM
MD
LG