অ্যাকসেসিবিলিটি লিংক

য়ূরোপিয় য়ুনিয়নের শীর্ষ বৈঠকই নির্ধারণ করবে গ্রীসের ব্যাঙ্কগুলো পরে,এ সপ্তাহে আবার খুলবে কিনা


গ্রীসের ঋণ সংকট জর্জরিত পরিস্থিতি এবং সে পরিস্থিতি এখন চলবে কোন পথ ধরে এসব নিয়ে চিন্তা যাঁদের সেই তাঁদের মনোযোগ এখন নিবদ্ধ হচ্ছে য়ূরোপিয় য়ুনিয়নের মঙ্গলবারের শীর্ষ বৈঠক পানে।এ বৈঠকের মধ্যে দিয়েই সম্ভবত: নির্ধারিত হবে গ্রীসের ব্যাঙ্কগুলো পরে, এ সপ্তাহে আবার খুলবে কিনা। গত পাঁচ বছরে গ্রীস ঋণ নিয়েছে ৩৫ হাজার কোটি ডলার-প্রধানমন্ত্রী সীপ্রাস ওর থেকে দশ হাজার কোটি ডলার অর্থ মওকুফ করার যে অনুরোধ জানান সে অনুরোধও প্রত্যাখ্যাত হয়। এদিকে, এ্যাথেন্সে সোমবার টান টান চাপ অনুভূত হয়েছে- যখন কিনা,য়ুরোপিয় কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রীসের ব্যাঙ্কগুলোর জন্যে জরূরী পরিস্থিতির জন্যে ঋণ মাত্রা বাড়ানোয় অসম্মতি জ্ঞাপন করে। বাইরের কোনো মদত ব্যতিরেকে ঐ ব্যাঙ্কগুলোর নগত অর্থের ভান্ডার নি:শ্বেষ হবার কথা বূধবারের ভেতরেই।বলা বাহুল্য এ পরিস্থিতি দাঁড়িয়েছে,য়ুরোপিয় ঋণদাতাদেরকে দেয় শত শত কোটি ডলার পরিশোধে এ্যাথেন্স অপারগ হবে, মাসের শেষ ভাগে, সে আশংকার প্রেক্ষিতে।

জার্মানীর চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেল, সোমবার প্যারিসে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দের পাশে দাঁড়িয়ে বলেন-গ্রীসের জন্যে সংকট-মোচন পরিকল্পনা প্রনয়ণের লক্ষে যা যা করণীয়, সেসব করা হয়নি এখনো-য়ুরো মুদ্রা অঞ্চলে থাকতে হ’লে গ্রীক নেতৃবৃন্দকে ঋণ দাতাদের সঙ্গে, কালক্ষেপন না করেই রফা করে নিতে হবে ঝটপট।

ইতিমধ্যে রবিবারের গণভোটে গ্রীসের জনগন বিপুল সংখ্যাধিক্য না ভোটে য়ুরোপিয় ঋণদাতাদের দাবি মোতাবেক কৃচ্ছ্রতার করিকল্পনা প্রত্যাখ্যান করে।

বিশ্লেষকদের ধারনা রফা না হলে গ্রীসকে বাধ্য হয়েই ১৯ জাতি য়ুরো অঞ্চল ছেড়ে বেরিয়ে যেতে হবে।

XS
SM
MD
LG