ভারতীয় পুলিশ বলেছে তারা একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করছে যিনি অবৈধ ভাবে একটি গুদামে বিস্ফোরক রেখেছিলো। গুদামে বিস্ফোরণ ঘটে এবং তাতে অন্তত ৮৯ জন নিহত হয় আর আহত হয় ১০০জন।
রবিবার পুলিশ বলেছে তারা রাজেন্দ্র কাসওয়ার খোঁজ করছে। কর্তৃপক্ষ বলেছে কাসওয়া ও তার ভাইরা এখন পলাতক। পুলিশ বলেছে মধ্যপ্রদেশ রাজ্যে পেতলাওয়াড়ে একটি রেস্তোরার পাশে কাসওয়া জেলাটিন স্টিক, ইউরিয়া সার এবং অন্যান্য বিস্ফোরক মজুত করে রেখেছিলো।
পুলিশ প্রথমে ভেবেছিলো শনিবার সকালে ওই মারত্মক বিস্ফোরণের কারণ ছিল রেস্তোরায় ব্যবহৃত চুলোর গ্যাসের সিলেন্ডারে বিস্ফোরণ। রেস্তোরায় অফিসগামী চাকরিজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা নাশতা করছিলো যখন শক্তিশালী ওই বিস্ফোরণ ঘটে। কিন্তু এখন পুলিশ মনে করছে কাসওয়ারে গুদামে ওই বিস্ফোরণের সূত্রপাত।