অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আন্তর্জাতিক খবরসহ আমাদের ঢাকা এবং কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট সম্বলিত বিশ্ব সংবাদ, এর পর রয়েছে ওয়ার্ল্ড উইন্ডোতে আন্তর্জাতিক প্রসংগ, বিজ্ঞান জগত, যুব সংবাদ, শ্রোতাদের চিঠি পত্রের জবাবের অনুষ্ঠান মিতালী এবং আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে যথারীতি সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ।