অ্যাকসেসিবিলিটি লিংক

খ্যাতনামা সংবাদ পাঠক সিরাজুল মজিদ মামুন মারা গেছেন


রেডিও ও টেলিভিশনের খ্যাতনামা সংবাদ পাঠক সিরাজুল মজিদ মামুন মারা গেছেন। (ইন্না—রাজিউন )। শ্বাসযন্ত্রের জটিলতায় তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে ঢাকার সময় আজ সকাল ৫টা ৪১ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

মরহুমের ছোট ভাই প্রফেসর সামছুল মজিদ হারুণ সংবাদ সংস্থা বিএসএস’কে জানিয়েছেন, স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে হিউস্টনে দাফন করা হবে।

সিরাজুল মজিদ মামুন পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ষাট এর দশকের মাঝামাঝি রেডিও পাকিস্তানে ঘোষক হিসাবে তাঁর বেতার জীবন শুরু করেন। এর পরই তিনি রেডিও ও টেলিভিশনে জনপ্রিয় সংবাদ পাঠক হয়ে ওঠেন।

please wait

No media source currently available

0:00 0:03:00 0:00
সরাসরি লিংক

আমরা যাঁরা মামুনের সঙ্গে বেতার টেলিভিশনে কাজ করেছি – তাঁরা এবং সেই সঙ্গে তাঁর বন্ধু বান্ধব সবার পক্ষ থেকে মামুনের স্মৃতির প্রতি বিনয় নম্র- ভালোবাসা অভিসিক্ত শ্রদ্ধা জানাচ্ছি – তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। মামুন যেখানেই আছেন- ভালো থাকুন।

XS
SM
MD
LG