অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে চার ব্যাক্তিকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড


একাত্তরে বাংলাদেশের মুক্তি যুদ্ধ চলাকালে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার চার ব্যাক্তিকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছ দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল।

পাঁচ যুদ্ধাপরাধীর মধ্যে ফাঁসির আসামি শামসুদ্দিন আহমেদই কেবল রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর চার আসামী মো. নাসিরউদ্দিন আহমেদ, গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজউদ্দিন মামলার শুরু থেকেই পলাতক। এদের মধ্যে আজহারুলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত মামলার বিবরণে বলা হয় একাত্তরে এই পাঁচ আসামি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর হত্যা, লুণ্ঠন এবং নির্যাতনে সহযোগিতা করে।

এদিকে,একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জমাত-ই-ইসলামির আমির মাওলানা মতিউর রাহমান নিজামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে করে রিভিউ আবেদনের ওপর শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। আদালত আগামী ৫ই মে রিভিউ আবেদনের রায় প্রদান করবে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG