অ্যাকসেসিবিলিটি লিংক

দু বছরের মধ্যেই আসামে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হবে


আগামী ২৪ মে আসামে গঠিত হতে চলেছে সর্বানন্দ বিসোয়ালের নেতৃত্বে প্রথম বিজেপি মন্ত্রিসভা। নতুন সরকারের কি কি অগ্রাধিকার, তা ব্যাখ্যা করে বিসোয়াল বলেছেন, রাজ্যে বেআইনি অনুপ্রবেশের ইতি ঘটাতে চান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং যেমন চেয়েছেন, সেই সুরেই বিসোয়াল বলেছেন, আগামী দু বছরের মধ্যেই আসামে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হবে অনুপ্রবেশ বন্ধ করবার লক্ষ্যে। অতীতে কংগ্রেস সরকারের নীতি ছিল, হিন্দু অনুপ্রবেশকারীদের ভারতেই থাকতে দেওয়া, অন্যান্যদের স্বদেশে ফিরিয়ে দেওয়া। বিসোয়াল বলেন, শরণার্থীদের যদি এ দেশে থেকে যেতে দেওয়াই সরকারের নীতি হয়, তাহলে তাদের সারা ভারতে ছড়িয়ে দেওয়া হোক। সব দায়িত্ব আসামের ঘাড়ে কেন? এ ছাড়া, এ রাজ্যে নাগরিক তথ্যপঞ্জি নথিভুক্তির কাজ সম্পূর্ণ হয়ে গেলে অনুপ্রবেশকারীদের যে যার দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করা সহজ হবে। এই দুই কাজ দ্রুত করবার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে লড়েছিল বিজেপি।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG