অটোয়ায় নর্থ আমেরিকান লীডার্স সামিটে যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকোর নেতৃবৃন্দের মধ্যে বানিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা, ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো চেস্টা করছেন ২২ বছরেরর পুরোনো নর্থ এ্যামেরিকান ফ্রি ট্রেড ঐ্যাগ্রিমেন্ট NAFTA এর আওতায় মুক্ত বানিজ্য চালুর চুক্তির কথা ভাবছেন।
নাফটার পক্ষের এই তিন দেশের মোট অর্থনৈতিক শক্তি সারা বিশ্বের অর্থনৈতিক শক্তির তুলনায় ২৭ শতাংশ।