অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর আন্তর্জাতিক বিমান বন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে


ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর আন্তর্জাতিক বিমান বন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে বলে দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার বিমান বন্দরটির মুল ভবনের ভিতর ঢুকে পড়া এক যুবকের ছুরিকাঘাতে একজন নিরাপত্তা রক্ষী নিহত এবং অপর ৩ জন আহত হওয়ার ঘটনার দুইদিন পর মঙ্গলবার রাশেদ খান মেনন এই দাবি করলেন

তিনি বলেন, এ ঘটনার সাথে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। হামলাকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে ।

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারন দেখিয়ে ব্রিটেন, জার্মানি এবং অস্ট্রেলিয়া বিমান বন্দরটি থেকে কোন কার্গো বিমান সরাসরি সেসকল দেশে যাওয়ার ওপর বেশ কিছুদিন যাবত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG