অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কল্যাণেই অবিচ্ছিন্ন গণতন্ত্রের সুফল


India map
India map

সোমবার ১৪ নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১২৭-তম জন্মদিবস। এখন এই বিজেপি সরকারের আমলে তাঁকে নিয়ে বিজেপি-পন্থীরা কড়া সমালোচনা করতে শুরু করেছেন। নেহরুর ১৭ বছরের শাসনকালে তাঁর বিভিন্ন ভুল-ত্রুটি নিয়ে কথাবার্তা বলছেন এঁরা। বেশী সমালোচনা কাশ্মীর ঘিরে পাকিস্তানের সঙ্গে বিবাদে সামরিক সমাধানের বদলে রাষ্ট্রসঙ্ঘে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। এ ছাড়া, ১৯৬২ সালে চীনের সঙ্গে সীমান্ত যুদ্ধে ভারতের নাস্তানাবুদ হওয়ার পেছনে ভুল চীন নীতি ও সেনাবাহিনীকে যথেষ্ট শক্তিশালী করে না তোলার অভিযোগও রয়েছে। নেহরুপন্থীরা বলেন, ধর্মনিরপেক্ষতার নীতিকে প্রতিষ্ঠা করা নেহরুর বড় অবদান। বা, প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ আর মায়ানমার বারবার সামরিক অভ্যুথ্থানের কবলে পড়লেও ভারতে কিন্তু গত ৬৯ বছর ধরেই সুপ্রতিষ্ঠিত রয়েছে গণতন্ত্র। সেনাবাহিনীকে প্রথম থেকেই রাজনৈতিক নেতৃত্বের অধীনস্থ করে রাখাটা নেহরুর স্পষ্ট নীতির অবদান। তার কল্যাণেই অবিচ্ছিন্ন গণতন্ত্রের সুফল।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG