অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান


Bangladesh Prime Minister at the Climate Summit
Bangladesh Prime Minister at the Climate Summit

জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ-২২, এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মরক্কোর পর্যটন নগরী মারাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী সম্মেলনের ১৫ ও ১৬ই নভেম্বরের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। তাঁরা জানান সেখানে শেখ হাসিনা সেখানে ১৫ই নভেম্বর যে বক্তব্য দেবেন তাতে তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ যে সকল পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরার পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দকে এ চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁদের জাতিয় এবং একই সাথে সমবেত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানাবেন।গত বছর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যে প্যারিস চুক্তি চূড়ান্ত হয় তাতে স্বাক্ষরকারী ১৯৭টি দেশের মধ্যে বাংলাদেশসহ ১০৯ টি দেশ চুক্তিটি অনুসমর্থন করেছে। কর্মকর্তারা বলেন গত ৪ঠা নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে এবং সে কারনে চলতি সম্মেলনটি গুরুত্বপূর্ণ।বিশেষ করে এতে চুক্তির লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট, কার্যকরী এবং অভিন্ন কর্মপন্থা প্রণয়নের দিক-নির্দেশনা অর্জিত হবে বলে বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে ঝুঁকিতে থাকা বাংলাদেশ আশা করে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG