বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গোপনে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে সঠিক তথ্য দাতাকে ১ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।সোমবার বিকেলে পুলিশের তরফে এ ঘোষণা দিয়ে সন্ধানদাতাদের যোগাযোগ করার জন্য চারটি মোবাইল নম্বর দেয়া হয়েছে এবং বলা হয়েছে সহায়তাকারীদের নাম গোপন রাখা হবে। নাসিরনগরে গত দুই সপ্তাহ যাবত কয়েক দফায় হিন্দু সম্প্রদায়ের লোকদের বেশ কিছু মন্দির ভাংচুর এবং বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসকল ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।এদিকে,নাসিরনগরে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে শত নাগরিক জাতীয় কমিটি।কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে ১৬ জনের একটি প্রতিনিধিদল সোমবার ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে এ দাবি জানান।