বিশেষ বিধান যুক্ত বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়া পাস না করতে বাংলাদেশের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির নারী অধিকার বিভাগের জ্যেষ্ঠ গবেষক হেদার বার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন খসড়াটি পাস হয়ে আইনে পরিণত হলে তা বাংলাদেশের নারীদের বাল্যবিবাহের বিষয়টি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে।এছাড়া খসড়াটি আইন পরিনত হলে তা বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের নারীদের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যদের সামনে এক বিরাট সুযোগ এসেছে বলে উল্লেখ করে হেদার বলেন আইনটি পাস না করা তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। উল্লেখ্য, বিশ্বে এবং এশিয়ায় বাল্যবিবাহ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশটিতে বয়স এখানে ১৮ বছরে পড়ার আগেই ৫২ শতাংশ নারীর বিয়ে হয়ে যায় এবং বয়স ১৫ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায় ১৮ শতাংশ মেয়ের।