গাজীপুর শহরে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।সোমবার শহরের সালনা এলাকায় বিকন নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে ধোঁয়ার সৃষ্টি হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনীর সদস্যরা এবং কারখানার শ্রমিকরা স্বল্প সময়ের মধ্যে তা নয়ন্ত্রনে আনতে সমর্থ হন । আহত শ্রমিকরা জানান, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন আতঙ্কে ছড়িয়ে পড়ার পর সব শ্রমিক একসাথে নামার চেষ্টা করায় তারা আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।