অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শুক্রবার পালিত হয়েছে মহান বিজয় দিবস


বাংলাদেশে শুক্রবার পালিত হয়েছে মহান বিজয় দিবস যখন জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে এদেশের সে সকল বীর সন্তানদের যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অকাতরে প্রাণ দিয়েছিলেন। নানা আয়োজনে ঢাকা সহ সারা দেশে যথাযত মর্যাদায় ৪৬ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনের কর্মসূচির সূচনা হয় ভোরে সাভারে জাতিয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং হাজারো মানুষ স্বাধীনতা যুদ্ধের বির শাহিদদের প্রতি শ্রদ্ধা জানান। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ঢাকায় জাতিয় প্যারেড গ্রাউন্ডে সামরিক বাহিনীর জমকালো কুচকাওয়াজ। এ উপলক্ষে বিভিন্ন আলোচনায় বিজয়ের পর ৪৫ বছরে বাংলাদেশের অর্জনকে বিশ্লেষকরা সাধুবাদ জানিয়েছেন। তবে উন্নতির সাথে সাথে সমাজে বৈষম্য বৃদ্ধির বিষয়ে তাঁরা তাঁদের শঙ্কার কথাও জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন বৈষম্য দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাটা এখন জাতির সামনে বড় চ্যালেঞ্জ।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG