জার্মানির বার্লিন শহরের প্রান কেন্দ্রে একটি মার্কেটে যখন মানুষ বড়দিনের কেনাকাটায় ব্যাস্ত তখন ভিড়ের মধ্যে একটি ট্রাক সেখানে ঢুকে পড়ে। যার ফলে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত এবং ৯ জন নিহত হয়েছে।
পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে । জার্মান পুলিশ বলছে, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।এবং তার এক সঙ্গী নিহত হয়েছে।
সামাজিক মাধ্যম এর ভিডিও ও ছবিতে এই ধংস লীলার চিত্র দেখা যাচ্ছে। প্রতক্ষ্যদর্শীরা অনেকেই বলেছেন, ট্রাকটি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ওই বাজারে প্রবেশ করে।