অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করেছেন


বিশ্বের অন্যান্য দেশের মত রোববার বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করেছেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস বিশ্ব ব্যাপী মানবজাতি যখন অন্যায়, অবিচার, অনাচার এবং ব্যাভিচারের ঘোর অন্ধকারে ডুবে গিয়েছিল তখন ২০১৬ বছর আগে ঈশ্বর বিপথগামীদের সৎপথে আনতে জেরুজালেমের বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তাঁরই একমাত্র পুত্র যিশুকে।একারণেই যিশুখ্রিস্টের পৃথিবীতে আগমনের এই মুহূর্ত ছিল মানবজাতির জন্য এক আনন্দময় মুহূর্ত কারন তিনি তাঁদের জন্য বয়ে এনেছিলেন শান্তি এবং কল্যাণের বার্তা। এ প্রসঙ্গে ঢাকার রমনায় অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রালের ফাদার সমির ফ্রান্সিস রোজারিও ভয়েস অব আমেরিকাকে বলেন ঈশ্বর বিভিন্ন সময়ে বিপথগামী মানুষকে সৎপথে আনার জন্য সংস্কারকদের পাঠিয়েছেন। কিন্তু এসকল সংস্কারকদের প্রচেষ্টা সফল নাহওয়ায় ঈশ্বর তাঁর একমাত্র পুত্র যিশুকে একাজের জন্য ধরাধামে পাঠানোর সিদ্ধান্ত নেন বলে তিনি উল্লেখ করেন।ফাদার সমির রজারিও বলেন বড়দিন মানবজাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন কারন মানুষের মনের মধ্যে যে অশুচিতা, ক্রোধ, কুচিন্তা, কুমনোভাব এবং অন্যের ক্ষতি করার ইচ্ছার সৃষ্টি হয় তার উর্ধ্বে উঠে প্রার্থনা এবং অন্যান্য আচার পালনের মধ্য দিয়ে তাঁরা যাতে জীবনে শান্তি ও আনন্দ পেতে পারে এবং সর্বোপরি ঈশ্বরের করুণা ও নৈকট্য লাভ করতে পারে এদিনটি তার একটি সুযোগ সৃষ্টি করে দেয়।

please wait

No media source currently available

0:00 0:01:13 0:00

XS
SM
MD
LG