অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের লোপাটের ঘটনায় দীর্ঘ তদন্ত


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার লোপাটের ঘটনায় দীর্ঘ তদন্তে ওই ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি অথবা পরোক্ষ যোগসাজশের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। সিআইডি কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ১২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে কারা সম্পৃক্ত তার একটি সুস্পষ্ট ধারণা তারা পেয়েছেন বলে দাবি করেছেন এবং এর ভিত্তিতেই তৈরি করা হয়েছে ১৫ জনের একটি তালিকা। যে কোনো সময় দায়ী কর্মকর্তাদের গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।ফিলিপাইন ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিলেও বাকি ৬ কোটি ৬০ লাখ ডলার আদৌ ফেরত পাওয়া যাবে কিনা- এ নিয়ে বাংলাদেশে শংকার সৃষ্টি হয়েছে। ফিলিপাইনের সংশ্লিষ্ট রিজাল ব্যাংক এখন পুরো দায়দায়িত্ব অস্বীকার করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে দোষারোপ করছে বলে ওই দেশের সংবাদ মাধ্যম বলছে।আমির খসরুর রিপোর্ট:

please wait

No media source currently available

0:00 0:00:12 0:00



XS
SM
MD
LG