অ্যাকসেসিবিলিটি লিংক

এক হাজারের বেশি মিয়ানমারের রোহিঙ্গাকে ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়ার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ২ দিনেই একহাজারের বেশি মিয়ানমারের রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। সোমবার ৩৭টি নৌকায় করে ৪৩৩ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়; এদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি ছিল বলে জানা গেছে। রোববার ৩৪টি নৌকায় করে আসা কমপক্ষে ৬শ জনকে ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্রে বলা হয়, এই ২৬ দিনে ৪৯৬টি নৌকা বোঝাই মিয়ানমারের বেশ কয়েকশ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।এদিকে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফেরত না পাঠানো জন্য বাংলাদেশের প্রতি আহবান জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ওই আহবানে সাড়া না দিয়ে ফেরত পাঠানো অব্যাহত আছে। এমত পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর প্রাক্তন কর্মকর্তা এবং বর্তমানে অভিবাসন ও শরণার্থী বিষয়ক গবেষক, বিশ্লেষক আসিফ মুনীর। আসিফ মুনীর আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা সম্পর্কেও বিশ্লেষণ করেছেন। আমির খসরুর রিপোর্ট:

please wait

No media source currently available

0:00 0:00:12 0:00

XS
SM
MD
LG