আসছে থার্টিফার্স্ট নাইটে ঢাকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।ব্যাপক জনসমাগম হয় এবং যেসব এলাকায় বিদেশি নাগরিকরা বেশি চলাফেরা করেন, এমন জায়গা মার্কিন নাগরিকদের এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জঙ্গিবাদী সহিংসতার আশঙ্কা বিদ্যমান। ২০১৬ সালের ১০ জানুয়ারির ভ্রমণ-সতর্কতা এখনো কার্যকর রয়েছে এবং সন্ত্রাসী হামলা এখনো হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ।