অ্যাকসেসিবিলিটি লিংক

পয়লা জানুয়ারীতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ মিলিত হলেন  কল্পতরু উত্সবে


small happy new year
small happy new year

নতুন ইংরাজী বছরের প্রথম দিন পয়লা জানুয়ারীতে আজ গোটা রাজ্য বাসী যেন মিলিত হলেন কল্পতরু উত্সবে৷ সকাল থেকেই এদিন উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটী,উত্তর শহর তলীর দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতোন। প্রসংগত বলা যেতে পারে ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনটিতে পালিত হয়ে আসছে কল্পতরু উত্সব হিসেবে৷ নতুন বছরে মঙ্গলকামনায় প্রতিবারের মতো এবারও শ্রদ্ধায়, ভক্তিতে, পূজানুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বরে৷ কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত।একই সাথে কলকাতার সমস্ত দর্শনীয় স্থানেই শীতের চাদর গায়ে মেখেই যেন আবাল বৃদ্ধবনিতা নতুন বছরের প্রথম দিন পালনের আনন্দেই যেন বেরিয়ে পড়েছেন ঘুরে বেড়াবার আনন্দে। যদিও সমস্ত জনবহুল স্থানেই ছিল কড় নিরাপত্তার নজরদারী।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG