অ্যাকসেসিবিলিটি লিংক

গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের খুনের ঘটনা একটি ঠাণ্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড


ধর্মীয় উগ্রবাদীরাই গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার জন্য দায়ী বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে নিজ বাসভবনে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হওয়ার ঘটনার এক দিন পর রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানিয়ে ওবায়দুল কদের বলেন লিটনের খুনের ঘটনা একটি ঠাণ্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে তাদের কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগির লিটনের হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেছেন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন দেশ এখন সন্ত্রাসীদের হাতের মুঠোয় চলে গেছে যার ফলে এখন কেউ নিরাপদ নয়।অন্য দিকে পুলিশ জানিয়েছে লিটন হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে তারা।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG