অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৬ সালে রাজধানী ঢাকায় জীবনযাত্রার খরচ এবং পণ্য ও সেবার মূল্য বেড়েছে


কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলেছে সদ্য বিদায়ী ২০১৬ সালে চাল, ডাল, রসুন, চিনি এবং লবণসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। রোববার প্রকাশিত ক্যাব এর দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়-বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয় গেল বছর সব মিলিয়ে রাজধানী ঢাকায় জীবনযাত্রার খরচ বেড়েছে ৬.৪৭ শতাংশ এবং পণ্য ও সেবার মূল্যবৃদ্ধি পেয়েছে ৫. ৮১ শতাংশ। প্রতিবেদনে বলা হয় ২০১৬ সালে জীবনযাত্রার খরচ এবং পণ্য ও সেবার মূল্য ২০১৫ সালের চেয়েও বেড়েছে যথাক্রমে .0৯ পয়েন্ট এবং ১ পয়েন্ট। ঢাকা শহরের ১৫টি বাজার ও বিভিন্ন সেবা-সার্ভিসের মধ্য থেকে ১১৪টি খাদ্য পণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবা খাতের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এই হিসাবে করেছে ক্যাব ।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG