বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত অক্টোবরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া রসরাজ দাসকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছে এমন্যাসটি ইন্টারন্যাশনাল (এআই)। শুক্রবার এক বিবৃতিতে এআই বলেছে কর্তৃপক্ষ তাকে বেআইনি ভাবে আটক করে রেখেছে। বিবৃতিতে বলা হয়েছে তাকে যে কারনে গ্রেফতার করা হয়েছিল সে বিষয়ে তার কোন সম্পৃক্ততা খুজে পাওয়া যায়নি বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে। জাতিয় মানবাধিকার কমিশনও তার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা খুজে পায়নি। উল্লেখ্য, পেশায় জেলে রসরাজ দাসকে গত ৩০ শে অক্টোবর তাঁর ফেইসবুক পেজে ইসলাম ধর্মকে অবমাননাকর একটি ছবি পোস্ট করার অভিযোগে পুলিশ আটক করে। তাঁর ফেইসবুক পেজে পোস্ট করা ওই ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।