অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গ  রাজ্য বিজেপি’র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার


রাজ্যের স্কুল সার্ভিস কমিশনে প্যাণেল ভুক্ত চাকরীর প্রার্থীদের সাথে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। গতকাল শনিবার ভারতীয় সময় সকাল এগারোটা থেকে প্রায় সাড়ে আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজ্য পুলিশের বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান সন্তোষ পান্ডে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, দলের নেতার গ্রেপ্তার প্রসঙ্গে বিজেপি’র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন পালটা প্রতিহিংসা এটা। যেহেতু রাজ্যের চিটফান্ড সংস্থা রোজভ্যালিকাণ্ডে নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তৃণমূলের দুই এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে সিবিআই গ্রেপ্তার করেছে, তারই প্রতিহিংসা হিসাবে এটা মুখ্যমন্ত্রী করে দেখালেন। কারণ, মুখ্যমন্ত্রী ওই ঘটনার পরই বলেছিলেন, তাঁর হাতেও সরকার আছে। আমরাও পালটা করে দেখাব। তারই নমুনাস্বরূপ জয়প্রকাশবাবুকে গ্রেপ্তার করে দেখালেন। আসলে চিটফান্ডকাণ্ডে বিব্রত মুখ্যমন্ত্রীর এখন একমাত্র লক্ষ্য হল বিজেপি’কে বদনাম করা। অন্যদিকে তণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই গ্রেপ্তারির ঘটনা নিয়ে সাংবাদিকদের কাছে কোনও মন্তব্য করতে না চাইলেও ,বিজেপি দলের প্রথম সারির এই নেতা গ্রেপ্তার হওয়ায় রাজ্যের গোটা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই একটা চাপানউতোর পরিবেশ এবং চাঞ্চল্য তৈরী হয়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ দের এমনই অভিমত।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG