অ্যাকসেসিবিলিটি লিংক

ডব্লিউইএফ এর ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউইএফ এর ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে পাঁচদিনের সরকারি সফরে রোববার রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০শে জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের শুরুতে অনুষ্ঠিত ব্লিউইএফ-এর বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক সরকারি, বেসরকারি, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং গণমাধ্যমের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে থাকেন।এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ইউনেস্কো, ইউএনডিপি,বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, বিভিন্ন সংস্থাপ্রধানগসহ প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।জাতিসংঘের নবনিযুক্ত মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসও এই সম্মেলনে যোগ দেবেন। ২১শে জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG