চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পুলিশ বিদেশ গমনকালে ২২ জন মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করেছে। বুধবার সকালে অবৈধ পন্থায় সংগৃহীত বাংলাদেশী পাসপোর্ট ও কাগজপত্রসহ ওমরাহ ভিসা নিয়ে ওই রোহিঙ্গারা সৌদি আরবগামী একটি ফ্লাইটে করে সৌদি আরব যাত্রার প্রাক্কালে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট ও কাগজপত্র নিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে গেছেন।বর্তমানে সরকারী হিসেবেই বাংলাদেশে তিন লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। নতুন করে দমনপীড়ন শুরু হওয়ার পর গত অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজার মিয়ানামারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।