অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশী শ্রমিকদের অর্থ অবৈধপন্থায় দেশে পাঠানো চক্রের সন্ধান পেয়েছে ওই দেশটির কর্তৃপক্ষ


সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশী শ্রমিকদের অর্থ অবৈধপন্থায় দেশে পাঠানো ২৫টি প্রতিষ্ঠান এবং এ সংক্রান্ত কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে ওই দেশটির কর্তৃপক্ষ। অবৈধপন্থায় অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে ইউএই কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার চালানো অভিযানে ওই প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট চক্রগুলোর সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন দফতর। তাদের তথ্য মোতাবেক, অবৈধপন্থায় অর্থ প্রেরণকারীরা বাংলাদেশী মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে ওই অর্থ প্রেরণ করতো। এতে প্রতারণার বড় ধরনের ঝুকি রয়েছে, অর্থ প্রেরণকারীদের জন্য। আরব আমিরাত কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে নেমেছে বলে জানিয়েছে দেশটির ইংরেজী দৈনিক দ্য গালফ নিউজ।তবে ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ৭ লক্ষাধিক বাংলাদেশী শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে কর্মরত রয়েছেন। এর একটি বড় অংশ রয়েছেন দুবাইতে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG