গত অক্টোবর থেকে এ অব্দি মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ এবং এ সম্পর্কে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা জন্য বাংলাদেশে এসেছেন কফি আনান কমিশন নামে খ্যাত ‘রাখাইন কমিশন’। রাখাইন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ৪ দিনের জন্য শনিবার ঢাকায় এসে পৌছেছেন। আর রোববার তারা কক্সবাজারে যান মিয়ানমার থেকে নতুন আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে। তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি জঙ্গলে গড়ে ওঠা নতুন একটি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মিয়ানমারের সেনাসহ অন্যান্য বাহিনীর হাতে রোহিঙ্গারা কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন তার ভয়াবহ নানা ঘটনাবলীর কথা শোনেন। ১৯ জন নারী ও পুরুষের সাথে কথা বলার সময় তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ধর্ষণ, নির্বিচারে গুলির কাহিনীও শুনেছেন। রাখাইন কমিশনের সদস্যরা বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে কর্মসূচি রয়েছে।সফর শেষে রাখাইন কমিশন রোহিঙ্গাদের পরিস্থিতির উপরে একটি মূল্যায়ন রিপোর্ট পেশ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, জাতিসংঘের হিসেবে মিয়ানমার থেকে ৬৬ হাজার রোহিঙ্গা এ দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।