বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে একজন জেলে নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত জেলের অবস্থা আশংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই জেলেরা টেকনাফ নদীতে বাংলাদেশের জলসীমানার মধ্যেই মাছ ধরছিলেন। মিয়ানমারের সীমান্তরক্ষীরা স্পিডবোর্ডে করে বাংলাদেশের জলসীমানার মধ্যে ঢুকে গুলি চালায় বলে বলা হচ্ছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর টেকনাফ কমান্ডার জানিয়েছেন, এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে মিয়ানমারের নৌবাহিনী বাংলাদেশের জলসীমার মধ্যে এসে, জেলেদের উপরে গুলি চালিয়েছিল- যাতে ওই সময় ৬ জন জেলে আহত হন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন জাানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ রাষ্ট্রদূত সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানে গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ঢাকাস্থ বিদেশী ক‚টনীতিকদের অবহিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় এক অবহিতকরণ সভার মাধ্যমে ওই ক‚টনীতিকদের অবহিত করেন।