রাজধানীর দক্ষিন সিটি কর্পোরেশন হকারদের উচ্ছেদ করেছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে হকাররা পুরানা পল্টনে বিক্ষোব মিছিল ও সমাবেশ করে। গত ১০ জানুয়ারী থেকে হকার উচ্ছেদ শুরু হওয়ায় শ্রমিকরা বেকার জীবন যাপন করছে। আমিন নামে একজন হকার বলেন,তাদের প্রথম দাবি হল ফুটপাতে বসতে দিতে হবে। এরপর ৫ থেকে ১০ বছরের জন্য একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে। এছাড়া তাদের আরও দাবি হল হকারদের সঠিক তালিক নিয়ে আইডি কার্ডের বাবস্থা যেন সরকার করে দেন। তারা বলেন, প্রয়োজন হলে তারা ট্যাক্স দিবে। এ সময় হকারদের ইউনিয়নের আহবায়ক আব্দুল হাশেম কবির বলেন,পুনরায় ফুটপাতে বসার অনুমতি না পাওয়া পর্যন্ত তারা লাগাতার আন্দলন চালিয়ে যাবে। কারন তিনি বলেন সরকারের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা তারা পাচ্ছে না। এতে করে ভবিষ্যতে সরকারের শুনাম খুন্ন হবে আর বেকার সমস্যা ও বৃদ্ধি পাবে।