নির্বাচন কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছে। প্রেসিডেন্টের নিয়োগ দেয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চারজন নির্বাচন কমিশনারের নিয়োগ বাতিল চেয়ে রোববার ওই রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনকারী-যিনি একজন হাইকোর্টের আইনজীবী - তিনি তার আবেদনে বলেছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু এই আইন না করেই কমিশন গঠন করা হয়েছে। তাছাড়া পাবলিক সার্ভেন্টস এ্যক্ট (রিটায়ারমেন্ট)-১৯৭৪ অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেয়া যাবে না। কিন্তু যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।