অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যানাডায় বছরে ৩ লাখ নতুন অভিবাসি আসেন


যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসন নীতিমালা নিয়ে বিতর্ক ওঠায় যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে উত্তর সীমান্ত অতিক্রম করে ক্যানাডায় গিয়ে আশ্রয় প্রার্থণার চেষ্টা ও তাদের গ্রেফতার হওয়া নিয়ে একটি প্রামান্য দলিল তৈরী করেছেন এক চিত্রগাহক।

রয়টারের চিত্রগ্রাহক আপষ্টেট নিউইয়র্ক দিয়ে ক্যানাডার কুইবেক কাউন্টিতে যাওয়ার সময় বেশ কয়েকজনের ছবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের কাস্টম ও বর্ডার পেট্রোল কর্মকর্তারা জানান কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাদের বেশিরভাগই অবৈধ। অনেকে সুদানসহ বিভিন্ন মুসলমান দেশের নাগরিক।

বিশ্বের দ্বিতীয় বুহত্তম দেশ ক্যানাডায় অভিবাসন নীতি সহজ মনে করে তাই ক্যানাডা পাড়ি জমাচ্ছেন বলে বলছেন বিশ্লেষকরা। ক্যানাডায় বছরে ৩ লাখ নতুন অভিবাসি আসেন।

XS
SM
MD
LG