দেড় দশক আগে, ২০০২ সালের ২২ জানুয়ারী কলকাতার আমেরিকান সেন্টারে প্রহরারত পুলিশ কর্মীদের ওপর চলন্ত মোটর সাইকেল থেকে গুলি চালিয়েছিল দুই আক্রমণকারী। মারা যান ৬ পুলিসকর্মী, আহত হন ১৪ জন। এত দিনেও অপরাধীরা সকলে ধরা পড়ে নি। শনিবার বিহারের গয়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরের একটি জায়গা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বিহার ও ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথ দল গ্রেপ্তার করে ফেলে অন্যতম পলাতক মহম্মদ সারওয়ারকে। প্রথমে মেনে হয়েছিল, দুঃসাহসী ঐ আক্রমণের লক্ষ্য ছিল আমেরিকান সেন্টার। পরে বোঝা যায়, তা নয়, পুলিশদের ওপর আক্রমণ করাই উদ্দেশ্য ছিল। এত অনায়াসে শহরের বুকে পুলিশের ওপর এমন আক্রমণ আর ঘটে নি।